গর্ব না হোক খর্ব

এই উষ্ণ ধরনীর বুকে,
সবাই নিজেকে নিজ নিজ গুনে আঁকে।

গর্বিত সবাই আজ
বলে; “আমার আছে এই,
আর আমি হলাম সেই”
আমিও গর্বিত হলাম তাদের সাথে
যদিও আমার কিছ নেই।

সবাই বলে সে এটা পারে;
পারে সে সেটা,
আমি বলি পারিনা তো কিছুই
পারি শুধু নগ্ন পায়ে হাটা।

গর্ব করে সবাই
তাতে ভুল করেনা কেউ,
আমি শুধু গর্ব উড়াই
তুলি ভুল সাগড়ে ঢেউ।

সবাই আজ গর্বিত তাই
গর্বিত এই ধরা,
সবার গর্ব হয় যদি খর্ব
উñন্নে যাবে ওরা।

স্রোতের দিকেই সবাই চলে
বিপরীধে চলবে কে,
প্রতিকুলকেই আপন ভেবে আমি
চলি সেই দিকে।

ভুলের গর্বে ভুল গর্ভে
নিজের স্বপ্ন খুঁজি,
ভুল থেকে পাওয়া শিক্ষাই
আমার সকল পুজি।

2 comments on “গর্ব না হোক খর্ব

  1. দাইফ বলেছেন:

    অনেক সুন্দর লাগলো। চমৎকার লিখেছেন হাসান ভাই।

জবাব দিন