নতুন যুগের নতুন যোদ্ধা

(বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসর্গ)
…………………………
নতুন দিনের নতুন যোদ্ধা জেগেছে আজ দেখো,
তাদের গড়া কীর্তি আজ ইতিহাসের বুকে লিখো।
২২ গজ কাঁপার পর বিশ্বে উঠেছে আজ কম্পন,
ফল দিয়েছে সেই বীজ যা বুকে করেছিল বপন।
সবুজ প্রান্তরের বুকে লাল রক্তে আঁকা দেশের সম্মান,
হতে দেয়নি লাঞ্ছিত আর বিশ্বের বুকে রেখেছে অম্লান।
আসিয়াছে বিদ্রোহী নজরুলের কাঙ্ক্ষিত সেই সুদিন,
দিনে দিনে যত বাড়িয়াছে দেনা আজ সুধীতেই হইবে তার ঋণ।
এতদিন তোমরা আমাদের নিয়ে করেছ যত খেলা,
আজ এই সবুজ ঘাসের বুকে জবাব পাবে সব অবহেলা।
ঝরেছিল যত অমৃত বচন সীধু সেওয়াগ থেকে,
ইউনিস আর ব্রিটিশ মিডিয়া বলেছিল যা কালিমা একে।
বুঝবে তোমরা বুঝবে আজকে আমাদের সময়ে এসে,
তোমাদের বুকে জমাব দুঃখ আজ চাপা হাসি হেসে।

কাঁটাতারে ঝুলে যখন ফেলানীর নামে বাংলাদেশ সবাই তখন চুপ,
প্রতিবাদে জাগেনা কেউ, ওরা বলে এটাই সীমান্তের রূপ।
আমাদের চোখে মানুষ যারা, তোমাদের চোখে সে চোর,
ঘুম আসেনা আমাদের চোখে, নতুন মৃত্যুর খবর আনে ভোর।
দিয়েছি জবাব আজ পুড়িয়ে তোমাদের মিরপুরের এই মাঠে,
প্রশ্ন করে দেখো তাদের কেন আজ উঁচু মাথা নত করে হাটে।

তোমরা রক্তাক্ত করেছিলে বুলেট, গ্রেনেড বেয়োনেট দাগিয়ে
আমরা তোমাদের বুকে লাগাব দাগ, ব্যাটে বলে ছক্কা হাঁকিয়ে।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা মাটিতে দাড়িয়ে ১১ জন বীর,
জবাব দিবে আজ সকল লাঞ্ছনার, সকল অপমানের উন্নত করে শির।

জবাব দিন